ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৪৪৬

কাদের মির্জা ‘টোকাই’ মেয়র: নিক্সন চৌধুরী  

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৮ ২০ জানুয়ারি ২০২১  

বেশ কিছুদিন থেকেই আলোচনার শীর্ষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা। এই আলোচনায় এবার যোগ হয়েছে আরেক আলোচিত ব্যক্তি ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।

 

সম্প্রতি সংসদ সদস্যদের নিয়ে কাদের মির্জার নানা বক্তব্যে চোটেছেন তিনি। নবনির্বাচিত মেয়রকে প্রথমে ‘পাগল’ বলার পর এবার ‘টোকাই মেয়র’ বলে আখ্যায়িত করলেন নিক্সন চৌধুরী। সাংসদদের নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য দেওয়ায় ‘তার বিচার সব সংসদ সদস্যরা করবেন’ বলে উল্লেখ করেছেন এই সাংসদ।

 

মঙ্গলবার বিকেলে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নিক্সন চৌধুরী। একটি সড়কের ইট বিছানোর কাজ এবং ১০০টি কম্বল বিতরণ উপলক্ষে এই সভার আয়োজন করা হয় গাজীরটেক মোড় এলাকায়।

 

সভায় নিক্সন চৌধুরী কাদের মির্জাকে উদ্দেশ্য করে বলেন, আপনার মতো টোকাই মেয়র মোবাইলে ফেসবুকে কথা বলে ভাইরাল হইয়েন না। নিক্সন চৌধুরী তার মামা শেখ সেলিমের শক্তিতে চলে না। তার নাম নেওয়ার আগে অজু কইরা নিয়েন। পাগল ঠিক করার ওষুধ জনগণের জানা আছে।